ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো

ঢাকা: সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির মেয়াদ বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  

৬ অক্টোবর থেকে চলা টিসিবির ট্রাকসেল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল।

তবে ক্রেতাদের কথা বিবেচনা করে এ কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

টিসিবির মুখপাত্র মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।

বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রমের এ মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে আগের দামেই সব পণ্য বিক্রি হবে। বাজার পরিস্থিতির বিবেচনায় নভেম্বর মাসে টিসিবির নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালু থাকতে পারে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ইএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।