ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরদীতে লোটোর শোরুম উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ঈশ্বরদীতে লোটোর শোরুম উদ্বোধন ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীর স্টেশনে রোডে ইটালিয়ান ব্রান্ড লোটোর ২২১ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম।

পরে ঘোড়ার গাড়ি ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, লোটো বাংলাদেশের ফ্রাঞ্চাইজ অপারেশন ম্যানেজার এহসানুর রহমান, ফরহাদ রেজা হীরক, আনোয়ার হোসেন রাজু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল মতিন প্রমুখ।  

লোটোর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বাংলানিউজকে বলেন, লোটো শোরুমের ২২১তম ও ঈশ্বরদীর দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষ্যে আগামী তিনদিন (৮ নভেম্বর পর্যন্ত) ১০ শতাংশ ডিসকাউন্টে কিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ৬ নভেম্বর ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।