ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের শাখাগুলোর ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ধান গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।  

এ সময় এমডি গ্রাহক সেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা দেওয়ার আহ্বান জানান।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন।  

বিভাগীয় কার্যালয় বরিশালের জিএম মো. ইকবাল হোসেন খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বরিশাল বিভাগের অধীনস্থ সব জোনাল ম্যানাজাররা উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল বিভাগের সব শাখা ব্যবস্থাপকরা ভার্চ্যুয়ালি সম্মেলনে যুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।