ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার সিমেন্টের নতুন সিএমও শৈবাল সাহা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
প্রিমিয়ার সিমেন্টের নতুন সিএমও শৈবাল সাহা শৈবাল সাহা।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-তে নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) নিযুক্ত হয়েছেন শৈবাল সাহা।

এর আগে তিনি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) মার্কেটিং ও বিক্রয় বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

তারও আগে হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের নানা পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সেলস, ট্রেড মার্কেটিং, ব্র্যান্ড কমিউনিকেশনসহ মার্কেটিংয়ের বিভিন্ন শাখায় ১৭ বছরের বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন শৈবাল সাহা।

তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে ব্যাচেলর ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন ডিগ্রি এবং ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। দেশ বিদেশে নানা প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে শৈবাল সাহার।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।