ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ প্রতিষ্ঠান পাবে টেক্স কার্ড

সিলেটে ৩৬ জন পাচ্ছেন কর সম্মাননা

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সিলেটে ৩৬ জন পাচ্ছেন কর সম্মাননা

সিলেট: ২০২০-২১ করবর্ষে ৩৬ জন, দুই প্রতিষ্ঠানকে কর সম্মাননা দেবে কর অঞ্চল সিলেট। এরই মধ্যে দীর্ঘমেয়াদি ১০ জন, সর্বোচ্চ করদাতা ১৫ জন, সর্বোচ্চ নারী করদানকারী ৫ জন, চল্লিশোর্ধ্ব তরুণ করদাতা ৫ জন এবং প্রতিবন্ধী ক্যাটাগরিতে একজনসহ ৩৬ জন কর সম্মাননা পাচ্ছেন।

এছাড়া ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে দুটি প্রতিষ্ঠান।

বুধবার (২৪ নভেম্বর) সরকারের তরফ থেকে তাদের কর সম্মাননা দেবে কর অঞ্চল সিলেট। এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সিসিক এলাকা ১৪ জন, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ৭ জন করে রয়েছেন।

কর অঞ্চল সিলেট সূত্রে জানা গেছে, এ বছর দীর্ঘমেয়াদি করদানকারীদের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় রয়েছেন বন্দরবাজার মেসার্স মনির মিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী হাজি মো. মনির আহমদ, ৫৮, হাওয়া পাড়ার বাসিন্দা আবু মোহাম্মদ আসাদ।

সিলেট জেলায় বিশ্বনাথ উপজেলার পুরানবাজারের রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি লেচু মিয়া, বালাগঞ্জের গোয়ালাবাজারের মেসার্স আরকে জুয়েলার্সের স্বত্বাধিকারী অনুলাল দে। হবিগঞ্জের উমেন নগর চৌধুরী বাজারের নির্মলেন্দু পাল চৌধুরী, জেলার শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের নিরঞ্জন পাল। মৌলভীবাজার থেকে ঢাকার গুলশান-১, রো-২ অ্যাপার্টমেন্ট সি-৪ হাউজ-১/বি বাসায় বসবাসকারী এম নুরুল আলম, গুলশান-১, ৪ নম্বর রোডের ৩ডি-১ নেম ভিলা হাউজ ১/২ এর বাসিন্দা এম মাহমুদুল হক। সুনামগঞ্জে জামালগঞ্জ সাচনাবাজারের প্রজেশ পাল চৌধুরী এবং দিরাই চান্দপুর হারানপুর গ্রামের মলয় ভূষন রায়।

সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পাচ্ছেন সিলেট সিটি করপোরেশন এলাকার ৩৪/৩ ফাজিলচিস্তের এ কে এম আতাউল করিম, কালিঘাটের মেসার্স আতিক হোসেনের প্রোপ্রাইটর মো. আতিক হোসেন ও শাহীঈদগাহ ভ্যালিসিটি স্বপ্ন নীড় ৬২ বাসার ফরিদ বক্স। সিলেট জেলার মধ্যে জকিগঞ্জের থানাবাজার বাশরখালের মেসার্স আবুল কালামের স্বত্বাধিকারী মো. আবুল কালাম, ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ মেসার্স সানরাইজ ট্রেডের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু তাহের, সিলেট সদরের ধুপাগোল আল্লাহর দান দাযের দোয়া স্টোন ক্রাসারের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম। হবিগঞ্জ সদরের খাদ্যগুদাম রোডের বাসিন্দা মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ সদরের সন্ধানী-২৮ রহমান কটেজের বাসিন্দা মো. গোলাম ফারুক এবং সদরের তেঘরিয়া আবাসিক এলাকার মো. মনসুর রশীদ। মৌলভীবাজারের কুলাউড়া লস্করপুরের মো. মুহিবুর রহমান, জেলার বড়লেখা কলেজ রোডের গ্রামতলার বাসিন্দা জালাল আহমদ, শ্রীমঙ্গলের মেসার্স আবু বকর আহমদ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী কুতুব উদ্দিন আহমেদ। সুনামগঞ্জ সদরের হাছননগর ৫০ পূরবী আবাসিক এলাকার দিলশাদ বেগম চৌধুরী, জেলার ছাতকের মেসার্স সাদেকুর রহমানের স্বত্বাধিকারী মো. সাদেকুর রহমান, সুনামগঞ্জ সদরের হাছননগরের উপত্যকা-৩০ বাসার অমল কান্তি চৌধুরী।

সর্বোচ্চ করপ্রদানকারী নারীদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের কুমারপাড়ার ৫৭/২ বাসার ছালেহা বেগম। সিলেট সদরের খাদিমনগরের শাহপরান আবাসিক এলাকার নিসর্গ ১৪ বাসার ফাহমিদা সাদিক। হবিগঞ্জের বানিয়াচংয়ের গানিংগঞ্জর শাবানা বেগম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শায়লা বেগম এবং সুনামগঞ্জের উকিলপাড়ার মোছা. ছাইদা বেগম।

চল্লিশোর্ধ্ব তরুণ করদাতাদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের বন্দবাজারের সিটি হার্ট শপিং সেন্টারের মেসার্স চাইকোন স্টেশনের স্বত্বাধিকারী মো. এনামুল হক, সিলেট জেলার মধ্যে জকিগঞ্জের মেসার্স শিমুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খয়রুল হাসান, হবিগঞ্জ সদরের মোহনপুরের মো. হাফিকুর রহমান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. তাম্বির চৌধুরী এবং সুনামগঞ্জের উকিলপাড়ার মো. জহিরুল হক।

আর প্রতিবন্ধী ক্যাটাগরিতে সিলেটে একমাত্র নগরের শহী ঈদগাহ কৃস্টাল হাই টাওয়ারের ৬/ডি বাসার ডা. মো. মামুনুর রশিদ।  

এছাড়া ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড সম্মাননার জন্য মনোনীত হয়েছে নগরের শিবগঞ্জ ব্রাক্ষণপাড়ার মেসার্স মো. জামিল ইকবাল এবং একই এলাকার সাদিপুর ৬৭/ক আবাসিক এলাকার প্রতিষ্ঠান মেসার্স এএসবিএস। এ দুটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্বরূপ ঢাকায় টেক্সকার্ড তুলে দেওয়া হবে এবং অন্যদের কর অঞ্চল সিলেটসহ স্ব স্ব জেলায় কর সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।