ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চর-হাওরের ব্যাংকাররা পাবেন বাড়তি ভাতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
চর-হাওরের ব্যাংকাররা পাবেন বাড়তি ভাতা  হাওরের প্রতীকী ছবি

ঢাকা: অবশেষে ভাতা পেতে যাচ্ছেন চর, হাওর ও দ্বীপ অঞ্চলে কর্মরত সরকারি ব্যাংকাররা। যোগাযোগ শিক্ষা, চিকিৎসা ও অন্য সুযোগ-সুবিধার কথা চিন্তা করে সরকার এসব অঞ্চলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় ২০১৯ সালে।

 

সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা তখন থেকেই ভাতা পেলেও ব্যাংকাররা পাচ্ছিলেন না। অবশেষে ব্যাংকাররা চলতি মাস থেকেই ভাতা পাবেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত হাওর, দ্বীপ ও চর উপজেলায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাস থেকেই তারা ভাতার টাকা পাবেন।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সপ্তম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা পাবেন ৫ হাজার টাকা। অষ্টম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪ হাজার ৬০০ টাকা। নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪ হাজার ৪০০ টাকা। ২০তম গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৬৫০ টাকা ভাতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম; চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর; ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধরমপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরীতে অবস্থিত সরকারি ব্যাংকের কর্মকর্তারা ভাতা পাবেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।