ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি’র সঙ্গে কৃষি ব্যাংকের করপোরেট চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
রবি’র সঙ্গে কৃষি ব্যাংকের করপোরেট চুক্তি রবি’র সঙ্গে কৃষি ব্যাংকের করপোরেট চুক্তি সই।

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট সংযোগ উপভোগ করতে সম্প্রতি একটি চুক্তি সই করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)।

চুক্তির আওতায় রবি’র বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), আইসিটি সল্যুশন, ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক।

এর ফলে ব্যাংকটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।

রাজধানীতে অবস্থিত বিকেবি’র করপোরেট কার্যালয়ে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং বিকেবি’র ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট’র জেনারেল ম্যানেজার গোলাম মুহাম্মদ আরিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এ সময় বিকেবি’র ম্যানেজিং ডিরেক্টর শিরিন আক্তার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চানু গোপাল ঘোষ, মীর মোফাজ্জুল হোসেন, সালমা বানু এবং রবি’র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।