ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টোলিডো মোটরস নিয়ে এলো 'জীপ'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
টোলিডো মোটরস নিয়ে এলো 'জীপ'

ঢাকা: এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্ববিখ্যাত ও আমেরিকার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড 'জীপ'।

বাংলাদেশে স্টেলান্টিস কোম্পানির অনুমোদিত পরিবেশক হিসেবে উত্তরায় অবস্থিত জীপ এক্সপেরিয়েন্স সেন্টারে 'জীপ' গাড়ির ব্র্যান্ডটি উদ্বোধন করেছে আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টোলিডো মোটরস।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ অনুষ্ঠানটির উদ্বোধন করেন।  

এছাড়াও অনুষ্ঠানটিতে অনলাইনে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ।

জীপ গাড়ি কিনলে প্রতিটি গাড়ির জন্য গ্রাহকরা উপভোগ করতে পারবেন ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত অথবা ৩ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি। এছাড়া থাকছে ৫ বছরের বিনামূল্যে আফটার সেলস সেবা।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।