ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাবেক সভাপতিদের সম্মাননা জানাবে বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সাবেক সভাপতিদের সম্মাননা জানাবে বিজিএমইএ

ঢাকা: বাংলাদেশের ৫০ বছর ও বিজিএমইএ’র ৪০ বছর উপলক্ষে সংগঠনটির সাবেক সভাপতিদের সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেরাটন বনানীর গার্ডেন কিচেনে ‘লাল সবুজের বাংলাদেশ, গৌরবের ৫০ বছর’ শিরোনামের এ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও বিজিএমইএ’র সাবেক সভাপতিদের সম্মাননা দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ, বিজিএমইএ’র সাবেক সভাপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

একই অনুষ্ঠানে দেশের এ গৌবরময় অগ্রযাত্রা উদযাপন উপলক্ষে বিজিএমইএ বাংলাদেশের ৫০ বছর ও বিজিএমইএ’র ৪০ বছরের অর্জনকে স্মরণ করে নিজস্ব অ্যাপারেল স্টোরির বিশেষ সংস্করণ প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।