ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এখনই বাড়ছে না সয়াবিন তেলের দাম 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এখনই বাড়ছে না সয়াবিন তেলের দাম 

ঢাকা: দেশের বাজারে আপাতত সয়াবিনের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

এর আগে সেখানে নিত্যপণ্যের (চিনি, তেল) মূল্য পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদ করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।  

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে রিফাইনারি অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন করেছে। তবে সরকার এখনো ভোজ্যতেলের দাম বাড়ায়নি। যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

আরও পড়ুন:
ভোজ্যতেলের দাম লিটারে আরও ৮ টাকা বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
জিসিজি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।