ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাইকগাছায় বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
পাইকগাছায় বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন

খুলনা: বসুন্ধরা এলপি গ্যাসের খুচরা বিক্রেতাদের নিয়ে বসুন্ধরা এলপি গ্যাস রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ার) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা এলপি গ্যাসের কপিলমুনি এরিয়ার এক্সক্লুসিভ পরিবেশক বাবুল এন্টারপ্রাইজের আয়োজনে স্থানীয় অমৃতময়ী মিলনায়তনে অনুষ্ঠিত রিটইলার সম্মলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল।

বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম আতাউর রহমান এবং খুলনা বিভাগের ডিএসএম আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লব সাধু।

সম্মেলনে ২০০ রিটেইলার অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়।

তৃণমূলের খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে সারাদেশে ২৪টি পরিবেশক এরিয়ায় এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।