ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাধীন পরিচালক নিয়োগ: অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
স্বাধীন পরিচালক নিয়োগ: অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮ এর আলোকে স্বাধীন পরিচালক নিয়োগের জন্য ‘রেগুলেটরি সাবমিশন ফর্ম ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস’ নামে অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তালিকাভুক্ত সব কোম্পানি তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশন গঠন করবে।

কমিশন পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বৃহস্পতিবারের সভায় একটি প্রজ্ঞাপন অনুমোদন করা হয়ছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।