ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের দর বাড়ার কারণ জানে না ফু-ওয়াং ফুড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
শেয়ারের দর বাড়ার কারণ জানে না ফু-ওয়াং ফুড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। কারণ ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই থেকে ফু-ওয়াং ফুডকে নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাবে কোম্পানিটি গত ১৯ জানুয়ারি জানিয়েছে শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।