ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

ঢাকা: দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে চারশ’রও বেশি ওয়ালটন প্লাজায় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কিনে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন সরাসরি ১০ শতাংশ ছাড়।  

ওয়ালটন ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ ও এসি-র ওপর এই ছাড়ে কোনো লিমিট থাকছে না।

৩০ জুন পর্যন্ত বিকাশ অ্যাপ ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।  

ক্যাম্পেইনের আওতাধীন ওয়ালটন প্লাজা ও অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/offers_walton - এই ওয়েবসাইটে।

বিকাশ অ্যাপ থেকে ওয়ালটন পণ্যের পেমেন্ট করা খুবই সহজ। এজন্য গ্রাহককে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে ওয়ালটন প্লাজায় থাকা মার্চেন্ট নম্বর টাইপ করে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অথবা, হোমস্ক্রিনের নিচে থাকা ‘স্ক্যান কিউ আর’-এ সরাসরি ট্যাপ করে কিউ আর কোড স্ক্যান করলে পরের ধাপে টাকার পরিমাণ ও বিকাশ পিন দিলে সহজেই অল্প কয়েক ধাপে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।