ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক এবং এনাম মেডিক্যালের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
ওয়ান ব্যাংক এবং এনাম মেডিক্যালের মধ্যে চুক্তি ওয়ান ব্যাংক এবং এনাম মেডিক্যালের মধ্যে চুক্তি।

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক এবং এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এনাম মেডিকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ার-উল-কাদের নাজিম (পিএইচডি) এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) পরিজনসহ অগ্রাধিকার ভিত্তিতে বছরব্যাপী এনাম মেডিকেলের সব প্যাথলজিক্যাল, বায়োকেমিস্ট্রি ইনভেস্টিগেশন, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি এবং বেড চার্জে ওপিডি এবং আইপিডি সার্ভিসের আওতাভুক্ত সার্ভিসে ২৫ শতাংশ ডিসকাউন্ট এবং ৫ শতাংশ ডিসকাউন্টে সব মেডিসিন (এনজিওগ্রাম ও বৈদেশিক উৎসজাত ব্যতীত) কেনার সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।