ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সূচকের পতনেও লেনদেন সাড়ে ৬ হাজার কোটি টাকা ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
সূচকের পতনেও লেনদেন সাড়ে ৬ হাজার কোটি টাকা ছাড়ালো

ঢাকা: বিদায়ী সপ্তাহে (৩০ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেনে ছিল চাঙ্গাভাব। সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৬ হাজার ৬৬২ কোটি টাকা।

টাকার পরিমাণে বিদায়ী সপ্তাহে ৩৩৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। এরমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৯ কোটি ৫৮ লাখ টাকা ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৬ কোটি ৫২ লাখ টাকার লেনদেন বেড়েছে। তবে সপ্তাহটিতে ডিএসইর বাজার মূলধন ৭২০ কোটি টাকা কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৬৭৬ টাকা বা ৫ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৩ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৩.৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২.৩৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৪.২৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৪.২৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ১৮২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৭২০ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকার বাজার মূলধন কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৮০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৭৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৪৪ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার ৭০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫৬ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ৩৩৫ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৩৪ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৬.২৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির দর বেড়েছে, ১৫৪টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।