ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ১১.০৭%

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ১১.০৭%

ঢাকা: কোভিড-১৯ আঘাতের পরে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাওয়ায় ২০২২ সালের জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরও বেড়েছে।

ব্যাংকাররা বলেছেন, দেশি-বিদেশি অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে পুনরুদ্ধারের মধ্যে ব্যবসায়ীরা ব্যাংক থেকে আবার ঋণ নেওয়া শুরু করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে বার্ষিক ১০ দশমিক ৬৮ শতাংশের তুলনায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২০২২ সালের জানুয়ারিতে ১১ দশমিক ০৭ শতাংশে দাঁড়িয়েছে।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঋণ ২০২২ সালের জানুয়ারির শেষে ১২ লাখ ৬৬ হাজার ২৫৭ দশমিক ৪ কোটি টাকায় দাঁড়িয়েছে যা এক মাস আগে ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ দশমিক ৪০ কোটি টাকা ছিল।

২০২১ সালের মে মাসে রেকর্ড সর্বনিম্ন ৭ দশমিক ৫৫ শতাংশে হ্রাস পাওয়ার পরে বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে বেসরকারি খাতের ঋণ।

তবে জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির হার ২০২১-২২ অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রা ১৪ দশমিক ৮ শতাংশের নিচে ছিল।

ব্যবসায়ীরা বলেছে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে কারণ বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকারও স্বাভাবিক কার্যক্রমের অনুমতি দিচ্ছে।

যদিও করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগেই বেসরকারি খাতের ঋণ কমে যাওয়ায় প্রবৃদ্ধির হার বাংলাদেশ নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন তারা।

২০২০-২০২১ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৩৫ শতাংশ।

২০১৮-২০১৯ এবং  ২০১৯-২০২০ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৩২ শতাংশ এবং ৮ দশমিক ৬১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।