ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকেলে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির বৈঠক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
বিকেলে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির বৈঠক  বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে প্রতিটি ব্যাংকের অতিরিক্ত ২০শ কোটি টাকা করে বিনিয়োগ করার যে নীতিমালা রয়েছে তা বাস্তবায়নের অগ্রগতি জানতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)।

বুধবার (৯ মার্চ ) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাংকগুলোর ২শ কোটি টাকা করে বিনিয়োগ করার যে নীতিমালা রয়েছে সেটার কতোটা বাস্তবায়ন হচ্ছে এই বিষয়ে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।