ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক আহরণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: এনবিআর চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
শুল্ক আহরণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: এনবিআর চেয়ারম্যান

রাজশাহী: শুল্ক আহরণ ছাড়া দেশের কোনো উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়া একটি স্বাভাবিক বিষয়।

কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের সব দেশেই পণ্যের দাম কমে এবং বাড়ে। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়লেই আমাদের দেশে আমদানি নির্ভর পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার দাবি ওঠে। এতে বাধাগ্রস্ত হয় উন্নয়ন কর্মকাণ্ড।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বিষয়ে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, যখন দেশের উন্নয়ন হয় আর তা যখন দৃশ্যমান হয় তখন জনগণ ভাবে আমার টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। তারা ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। দেশের উন্নয়ন কর্মকাণ্ড এখন দৃশ্যমান। তাই দেশের মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে ট্যাক্স দেওয়ার কথা মাথায় রাখছেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআরের শুল্কনীতি বিভাগের সদস্য মাসুদ সালেক, মূসক নীতি সদস্য জাকিয়া সুলতানা ও করনীতির সদস্য শামসুদ্দিন আহমেদ।

এছাড়া সভায় নওগাঁ চেম্বারের পরিচালক মোতাহার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের পরিচালক আবদুল আউয়াল, জয়পুরহাটের এমএ করিম, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।