ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে নতুন অ্যাডহেসিভ নিয়ে এলো সামুদা কেমিক্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বাজারে নতুন অ্যাডহেসিভ নিয়ে এলো সামুদা কেমিক্যাল বাজারে নতুন অ্যাডহেসিভ নিয়ে এলো সামুদা কেমিক্যাল।

ঢাকা: দেশের খুচরা বাজারে সাম-বন্ড ব্র্যান্ডে অ্যাডহেসিভ নিয়ে এলো শীর্ষস্থানীয় কেমিক্যাল প্রস্তুতকারী কোম্পানি সামুদা স্পেক কেম লিমিটেড।

(১২ মার্চ) রাজধানী ঢাকার গুলশান শুটিং কমপ্লেক্সে নতুন এই পণ্যের উদ্বোধন করেন সামুদা স্পেক কেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ডিএমডি নাসিম আনোয়ার।

উদ্বোধনী বক্তব্যে মোস্তফা হায়দার বলেন, ক্রেতাদের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন সর্বোচ্চ গুণগত মানের অ্যাডহেসিভ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করি আমাদের নতুন এই অ্যাডহেসিভ ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে।

আসবাবপত্র, ফুটওয়ার ফ্যাক্টরি, কনস্ট্রাকশনসহ ভারী শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজেও অ্যাডহেসিভের ব্যাপক ব্যবহার রয়েছে। আশা করা যাচ্ছে সামুদা স্পেক কেম নতুন এই অ্যাডহেসিভ দেশের বাজারের ব্যাপক চাহিদা পূরণে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামুদা কেমিক্যালের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিজনেস হেড বি কে দাশ, জিএম (হিসাব বিভাগ) মোহাম্মদ আকরামুজ্জামান, সিনিয়র ডিজিএম এনামুল কিবরিয়া রনি  (সেলস অ্যান্ড মার্কেটিং), সামুদা কেমিক্যাল কমপ্লেক্স এবং সামুদা স্পেক কেম লিমিটেডের (অ্যাডহেসিভ) হেড অব সেলস মোহাম্মদ জহুরুল হক, সামুদা স্পেক কেম লিমিটেডের (অ্যাডহেসিভ) হেড অব অপারেশন মোহাম্মদ মিজানুর রহমান এবং হেড অব এইচআর মুশফিকুল আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।