ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের জিএম হলেন মফিজুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
সোনালী ব্যাংকের জিএম হলেন মফিজুল ইসলাম

কাজী মো. মফিজুল ইসলাম সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন।  

এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ফাইন্যান্সিং ডিভিশনে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি ১৯৯৫ সালে সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার-ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।  

কাজী মো. মফিজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কর্মময় জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।