ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

বেনাপোল (যশোর): টানা তিন দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।  

রোববার (২০ মার্চ) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।

 

এ সময় হায়দার আলী বলেন, গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন, ১৮ মার্চ সাপ্তাহিক সরকারি ছুটি ও ১৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। রোববার ছুটি শেষ হওয়ায় পুনরায় বন্দরটি দিয়ে বাণিজ্য সচল হয়েছে।  

এ ব্যাপারে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ বাংলানিউজকে বলেন, রোববার পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এছাড়া এ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সেজন্য বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।