ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিনিস্টারের নতুন শো-রুম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
নারায়ণগঞ্জের ফতুল্লায় মিনিস্টারের নতুন শো-রুম

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ভূঁইগড় বাজারে চালু হয়েছে মিনিস্টার গ্রুপের নতুন শো-রুম।

সম্প্রতি শো-রুমটি উদ্বোধন করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. আইউব আলী ভূঁইয়া এবং মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আল মামুন।

মো. রিয়াজ মাহমুদ হাওলাদারের (জেনারেল ম্যানেজার, ইস্টার্ন জোন, মিনিস্টার-মাইওয়ান গ্রুপ) সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নতুন শো-রুমে চলছে বিশেষ অফার ও ডিসকাউন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল আলম সেন্টু বলেন, নতুন শো-রুম চালু হওয়ায় ভূঁইগড় বাজারের এলাকাবাসী খুব সহজেই সাশ্রয়ী মূল্যে দেশীয় পণ্য ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলি, হিউম্যান কেয়ার প্রোডাক্টস ক্রয় করতে পারবে গ্রাহকরা। এছাড়াও এলাকাবাসীর কাছে মিনিস্টার পণ্য পৌঁছানোর লক্ষ্যেই উদ্বোধন করা হয়েছে মিনিস্টারের এই নতুন শো-রুমটি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।