ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীর ছাগলনাইয়াতে স্বপ্ন’র নতুন আউটলেট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
ফেনীর ছাগলনাইয়াতে স্বপ্ন’র নতুন আউটলেট

ঢাকা: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৩টায় চালু হয় দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র ২০৮তম শাখা।

আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, রিজওনাল ম্যানেজার রিয়াজসহ আরও অনেকে।


 
স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, এবার ফেনীর ছাগলনাইয়াতে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন।  

স্বপ্ন'র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন সবসময় আশা করি আমরা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।