ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুনামগঞ্জ চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
সুনামগঞ্জ চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২৯তম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়রসহ সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি খন্দকার মনজুর আহমদসহ অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বারের পরিচালক অমল কর, সেলিম চৌধুরী, রাখাব উদ্দিন, ব্যবসায়ী ফরিদ গাজী, জাহের আলীসহ অনেকে।  

সাধারণ সভায় গত অর্থ বছরের সব হিসাব ও কার্যক্রম তুলে ধরা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।