ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১-৬ এপ্রিল যমুনা ব্যাংকে লেনদেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
১-৬ এপ্রিল যমুনা ব্যাংকে লেনদেন বন্ধ

ঢাকা: নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন আগামী ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, যমুনা ব্যাংক লিমিটেডের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে ১ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।