ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুণে-মানে নতুন পথ দেখাবে বসুন্ধরা বিটুমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
গুণে-মানে নতুন পথ দেখাবে বসুন্ধরা বিটুমিন

ফেনী: বসুন্ধরা বিটুমিনের আয়োজনে ফেনী জেলার প্রকোশলী ও ঠিকাদারদের নিয়ে মাসিক সমন্বয় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকোশলী মো. এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএনপি-৩ প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী প্রমুখ।

ঠিকাদারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বসুন্ধরা বিটুমিন সেলস অ্যান্ড মার্কেটিং এজিএম সুকান্ত কুমার সাহা। বিটুমিনের গুণাবলি তুলে ধরেন সহকারী প্রকৌশলী নাহিদা সুলতানা। মুক্ত আলোচনায় অংশ নেন ঠিকাদার মো. আবুল কাশেম, মো. গিয়াস উদ্দিন, মো. বাবলু প্রমুখ।

মাসিক সমন্বয় ও পর্যালোচনা সভা বক্তারা বলেন, নির্মাণকাজে বিটুমিন গুরুত্বপূর্ণ। এত দিন বিদেশ থেকে আসা বিটুমিনের ওপর এ দেশের সড়ক নির্মাণকাজ নির্ভর করতো। এসব বিটুমিনের খারাপ মানের কারণে অনেক সময় নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বসুন্ধরা শিল্পগোষ্ঠী এরই মধ্যে বিটুমিন উৎপাদন করেছে। সড়ক বিভাগ ইতোমধ্যে সেই বিটুমিনকে ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং নির্মাণকাজে ব্যবহার করছে। আশা করছি, বসুন্ধরা বিটুমিন গুণে-মানে নতুন পথ দেখাবে। এ সময় ঠিকাদাররা বিটুমিনের মূল্য কমানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।