ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতীয় রপ্তানি ট্রফি পেল ‘নাইস কটন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
জাতীয় রপ্তানি ট্রফি পেল ‘নাইস কটন’

ঢাকা: বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮’ অর্জন করল ‘নাইস কটন লিমিটেড’।  

নাইস কটন লিমিটেডের পক্ষে ট্রফি গ্রহণ করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও  এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন আলমগীর মা সালমা বেগম।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ট্রফি   বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, সিআইপি।  

‘নাইস কটন লিমিটেড’ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।