ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্টার অ্যাডহেসিভের শেয়ার লেনদেন শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
স্টার অ্যাডহেসিভের শেয়ার লেনদেন শুরু বুধবার

ঢাকা: কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করায় পুঁজিবাজারে স্টার অ্যাডহেসিভ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী বুধবার (২০ এপ্রিল) থেকে শুরু হবে।  

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত স্টার অ্যাডহেসিভ লিমিটেডের ট্রেডিং কোড: ‘SADHESIVE’ ও কোম্পানি কোড হচ্ছে: ৬৮০০২।

কোম্পানিটির কিউআইওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে বরাদ্দ পাওয়া শেয়ার গত সোমবার (১৮ এপ্রিল) পাঠানো হয়েছে। এর আগে কোম্পানিটির কিউআইওতে গত ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদন নেওয়া হয়।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।