ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভোট ২৬ মে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভোট ২৬ মে বন্দরের ফাইল ছবি

সাতক্ষীরা: আগামী ২৬ মে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. জালাল উদ্দীন আকবর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৫ মে) খসড়া ভোটার তালিকা প্রকাশ, শনিবার (৭ মে) আপত্তি ও শুনানি, রোববার (৮ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সোমবার (৯ মে) মনোনয়ন পত্র সংগ্রহ, মঙ্গলবার (১০ মে) মনোনয়ন পত্র জমাদান, বুধবার (১১ মে) মনোনয়ন পত্র যাচাই বাছাই ও তালিকা প্রকাশ, ১২ মে প্রার্থীদের আপত্তি দাখিল, শুনানি ও সংশোধিত তালিকা প্রকাশ, ১৪ মে মনোনয়ন পত্র প্রত্যাহার ও ১৫ মে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৬ মে প্রতীক বরাদ্দ এবং আগামী ২৬ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।