ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে বিশেষ আয়োজন না.গঞ্জের রেস্টুরেন্টগুলোতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২, ২০২২
ঈদে বিশেষ আয়োজন না.গঞ্জের রেস্টুরেন্টগুলোতে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে করা হয়েছে বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুরের পর থেকে নগরবাসীর জন্য থাকছে বিশেষ প্যাকেজও।

সোমবার (২ এপ্রিল) নগরীর বিভিন্ন রেস্টুরেন্টের মালিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।  

জানা যায়, ঈদে নগরীর রুফটপ রেস্টুরেন্ট লা ভিস্তা, স্কাই কিচেন, গ্রিন ভ্যালি, রেস্টুরেন্ট গ্র্যান্ড হলসহ বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন করা হয়েছে। রেস্টুরেন্টগুলোকে সাজানো হয়েছে। প্রতিটি রেস্টুরেন্টে ঈদকে কেন্দ্র করে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

লা ভিস্তার স্বত্বাধিকারী বিপ্লব জানান, আমরা ঈদে টার্কিশ আইটেমের সঙ্গে রুফটপে লাইট মিউজিকের ব্যবস্থা রেখেছি। সেখানে টার্কিশ আইটেমের সঙ্গে লাইট মিউজিক উপভোগ করবে আগতরা। এছাড়া রেস্টুরেন্টে খাবারের নানা প্যাকেজ ও খাবারের আইটেম রয়েছে। আশা করছি, সবাই এখানে ঈদের চমৎকার একটি সময় কাটাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০২, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।