ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না.গঞ্জে ঈদের দ্বিতীয় দিনে জমজমাট বেচাবিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৪, ২০২২
না.গঞ্জে ঈদের দ্বিতীয় দিনে জমজমাট বেচাবিক্রি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের ২য় দিনে দেখা গেছে বিভিন্ন মার্কেটের ও অস্থায়ী দোকানে জমজমাট বিক্রি করতে।

বুধবার (৫ মে) বিকেলের পর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের আশেপাশে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

এ সময় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য দেখা গেছে।

নগরীর বিবি রোডের লুৎফা টাওয়ারের সামনে বিক্রেতা কাউসার বাংলানিউজকে বলেন, আজও ভালো বেচাবিক্রি হয়েছে। আমাদের আরও দুদিন বেচাবিক্রি করার চিন্তা-ভাবনা রয়েছে। তারপর গ্রামে যাবো।

ক্রেতা শামসুন্নাহার জানান, ঈদে বাড়ি যাইনি। তাই কেনাকাটা করছি পরশু বাড়িতে  যাব। আর এ সময় বিভিন্ন পণ্য ছাড়ে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।