ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটের ৫ উপজেলায় ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
সিলেটের ৫ উপজেলায় ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ 

সিলেট: প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৫ উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে সিলেট জেলা প্রশাসন থেকে এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

  

উপজেলাগুলো, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট। গত কয়দিনের ভারি বর্ষণে এসব উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি ও হালিতলা। পানি ঢুকেছে মহানগর এলাকার কিছু কিছু স্থানে। অনেক এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।