ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টগি ওয়ার্ল্ডে সব গেমস ও রাইডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১, ২০২২
টগি ওয়ার্ল্ডে সব গেমস ও রাইডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

ঢাকা: শিশু-কিশোরদের বিনোদনকে আরো আনন্দময় করতে দেশের অন্যতম থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’ এর সব গেমস ও রাইডে বিকাশ পেমেন্টে মিলছে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

গ্রাহকরা আগামী ১৬ জুলাই পর্যন্ত টগি ওয়ার্ল্ডে র আর্কেড, ভার্চুয়াল ও অগমেন্টেট গেম, বোলিং, রেসিং এবং ওয়ার গেমের মতো রোমাঞ্চকর সব আয়োজন উপভোগ করে এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন।

একজন গ্রাহক অফার চলাকালীন প্রতি মাসে একবার এই ক্যাশব্যাক নিতে পারবেন। অ্যাপ, ইউএসএসডি *২৪৭# ডায়াল কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন তারা।  

টগি ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে নির্দিষ্ট গেমস বা রাইড সিলেক্ট করার পর গ্রাহককে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে নাম্বার, ওটিপি ও পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও, গ্রাহকরা সরাসরি কিউআর কোড স্ক্যান করে অথবা মার্চেন্ট নাম্বার টাইপ করে অনায়াসে পেমেন্ট করতে পারেন ক্যাশ টাকার স্পর্শ ছাড়াই।

শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের বিনোদনের কথা মাথায় রেখে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ড। এই পার্কের বিভিন্ন গেমস এবং রাইডের মধ্যে রয়েছে লেজার ট্যাগ, পেইন্ট বল, হলোগেট, গাইরো ভিআর, হাডোর মতো প্রযুক্তি নির্ভর জনপ্রিয় ও রোমাঞ্চকর সব আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।