ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে কর্মবিরতি পালন সিঅ্যান্ডএফ সদস্যদের 

উপজেলা করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
বেনাপোলে কর্মবিরতি পালন সিঅ্যান্ডএফ সদস্যদের 

বেনাপোল (যশোর): জাতীয় রাজস্ববোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং -এর ডাকা কর্মবিরতিতে বেনাপোল স্থল বন্দরে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি।

মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য বন্ধসহ পণ্য খালাস বন্ধ রয়েছে।

 

এ সময় বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা জানান, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সিঅ্যান্ডএফ এজেন্টদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সারাদেশের মতো বেনাপোল বন্দরেও এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলে তারা জানান।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৭, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।