ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাচোলে বসুন্ধরা সিমেন্টের হালখাতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
নাচোলে বসুন্ধরা সিমেন্টের হালখাতা  সেরা সিমেন্ট বিক্রেতার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাজবাড়ি বাজারে বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ জুন) সকাল থেকে রাজবাড়ি বাজার সংলগ্ন বসুন্ধরা সিমেন্ট নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট থানার পরিবেশক "মেসার্স মারুফ এন্টারপ্রাইজের" আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের রাজশাহী বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান।  

বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের এরিয়া সেলস ইনচার্জ মো. আবু সেলিম রানা ও গোমস্তাপুর টেরিটোরির টেরিটরি অফিসার মো. রেজাউল করিম।  

এতে সভাপতিত্ব করেন মেসার্স মারুফ এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. শফিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। আর গুণগতমানের কারণে বিক্রির দিক থেকে বসুন্ধরা সিমেন্ট জেলায় শীর্ষে রয়েছে। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বাড়ছে। গুণগতমানের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না বসুন্ধরা সিমেন্ট। আগামীতে গুণগতমান আরও উন্নত করা হবে।  

তিনি আরও বলেন, দেশের বৃহত্তম পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মেট্রোরেলসহ
দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হয়েছে। সবার সহযোগিতায় আরও এগিয়ে যাবে বসুন্ধরা সিমেন্ট।  

জেলায় বসুন্ধরা সিমেন্টের শীর্ষ পাঁচ বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। বসুন্ধরা সিমেন্ট বিক্রির দিক থেকে জেলায় প্রথম স্থান অর্জন করায় মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে একটি এলইডি টেলিভিশন।  

এছাড়া বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সব রিটেইলার, ঠিকাদার ও রাজমিস্ত্রিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।