ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুলশানে এক্সিম ব্যাংকের মহিলা শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
গুলশানে এক্সিম ব্যাংকের মহিলা শাখার উদ্বোধন

ঢাকা: অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকার গুলশানে এক্সিম ব্যাংকের (১৪১তম শাখা) মহিলা শাখা ‘এক্সিম শুভ সকাল’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুন) শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মিসেস নাসরিন ইসলাম, মোহাম্মদ শহিদুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, মো. হুমায়ূন কবির, শাহ মো. আব্দুল বারী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন ভুঁইয়া ও মাকসুদা খানমসহ ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনোয়ার খান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, বাংলাদেশের প্রথম নারী সচিব জাকিয়া এ চৌধুরী, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিস সরাফত, প্রাণ আরএফএলের পরিচালক উজমা চৌধুরী, আজিম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আযিম, প্রাইম ব্যাংকের পরিচালক জাইম আহম্মেদ, অ্যাডভোকেট অর্পিতা রায়, প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।