ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৩১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের হলরুমে উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান মিন্টু, তাজ উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, মুক্তা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ প্রমুখ।  

কুড়িগ্রাম পৌরসভার পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর নাগরিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।