ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের দ্বৈত মুদ্রা ডেবিট কার্ড চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
ওয়ান ব্যাংকের দ্বৈত মুদ্রা ডেবিট কার্ড চালু

ঢাকা: ওয়ান ব্যাংক আলনূর ইসলামী ব্যাংকিং ভিসা ব্র্যান্ডেড ইএমভি যুক্ত কন্ট্যাক্টলেস দ্বৈত মুদ্রা সম্বলিত ডেবিট কার্ড চালু করেছে। বিএল কার্ডধারীরা দেশের ভেতরে টাকায় লেনদেনের পাশাপাশি বিদেশেও বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।

এছাড়াও সব ভিসা সার্পোটেড এটিএম বুথে টাকা উত্তোলনসহ দেশে-বিদেশে সকল ধরণের কেনাকাটার সুবিধা পাবেন। কেনাকাটা করতে পারবেন পিওএস টার্মিনাল সমূহে এবং ই-কমার্স সুবিধা নিতে পারবেন দেশে-বিদেশে।  

সম্প্রতি (২৭ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শহিদুল্লাহ খান ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আল নূর ইসলামী ব্যাংকিং ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।