ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ স্থলবন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ স্থলবন্দরে

চাঁপাইনবাবগঞ্জ: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২৯) বিকেলে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপসহ সংশ্লিষ্ট সব সংগঠন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগামী ০৯ জুলাই থেকে ১২ জুলাই সব আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। ঈদের ছুটি শেষে বন্দরে আবারও স্বাভাবিকভাবে সব আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।