ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের অন্যতম সেরা ব্যাংকের স্বীকৃতি পেল এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২, ২০২২
দেশের অন্যতম সেরা ব্যাংকের স্বীকৃতি পেল এক্সিম ব্যাংক

ঢাকা: এক্সিম ব্যাংকে সেরা টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এ স্বীকৃতির সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।

উল্লেখ্য টেকসই অর্থায়ন, সবুজ প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এবং কোর ব্যাংকিং কার্যক্রমে টেকসই সক্ষমতা-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকে এই সম্মাননা দেয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।