ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় 

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৫০ টাকা।

 

শনিবার (৯ জুলাই) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৯ হাজার ৭২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।  

অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গাড়ি চলেছে ১২ হাজার ৮৭৮টি। পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা।  

তিনি আরও বলেন, এর আগে গত বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।