ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

ঢাকা: ইসলামী ব্যাংক ২০২১-২২ অর্থ বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল-২ এর কমিশনার মো. খাইরুল ইসলাম, বৃহৎ কর দাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফুল হক, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান, এফসিএ এবং অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।