ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি আলো ও বিডব্লিউসিসিআই’র মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সিটি আলো ও বিডব্লিউসিসিআই’র মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি সিটি আলো এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই চুক্তির আওতায়, সিটি আলো এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কৌশলগত অংশিদারিত্বে আর্থিক সাক্ষরতা কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নে যৌথভাবে কাজ করবে এবং সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিষেবার প্রাপ্ততা নিশ্চিত করবে।

সিটি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ সাইফুল আমিন ও বাংলাদেশ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, এমপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের হেড অব স্মল বিজনেস মোহাম্মদ কামরুল মেহেদী, হেড অব সিটি আলো নাসরিন আক্তার এবং বিডব্লিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।