ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে

ঢাকা: হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার জন্মাষ্ঠমী উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার (২১ আগস্ট) থেকে যথাসময়ে লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।