ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক বছর পূর্ণ করলো ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এক বছর পূর্ণ করলো ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর অধীনস্থ মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এক বছর পূর্ণ করলো।  

২০২১ সালের ২৮ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ট্যাপের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘তোমার চোখে পদ্মা সেতু’।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যাপ।  

অনুষ্ঠানে বিগত এক বছরের পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ ট্যাপের ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে সার্টিফিকেট দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ২৪ জুলাই ঢাকা সেনানিবাসের সিএসডি’র প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।  

চুক্তির অধীনে এখন থেকে দেশের সকল সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপের কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।  

এছাড়া জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে নিবন্ধন করে গ্রাহকরা ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২ 
এমইউএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।