ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইবিএম’র বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
বিআইবিএম’র বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু শনিবার

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) দুদিনব্যাপী নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০২২ (এবিসি-২০২২) শুরু হচ্ছে শনিবার (২৭ আগস্ট)।  

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

বিআইবিএম’র আয়োজনে এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে বিশেষ সহযোগিতা করছে জিআইজেড বাংলাদেশ। ব্যাংকিং সম্মেলনে মূল আলোচ্য বিষয় টেকসই উন্নয়নের পথে।

বার্ষিক ব্যাংকিং সম্মেলনে আটটি প্লেনারি সেশনে ৩০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। দুদিনের সম্মেলনে দেশি-বিদেশি প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে। ব্যাংকিং সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, দৈনিক বণিক বার্তা ও বিজনেস স্ট্যান্ডার্ড।  

২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম। এবার নবম ব্যাংকিং সম্মেলন। ব্যাংকিং এ সম্মেলন শেষ হবে রোববার (২৮ আগস্ট)।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।