ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গালিমপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
গালিমপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা: সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের গালিমপুর শাখা, নবাবগঞ্জ, ঢাকায় রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন ও গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া আজিম।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, গালিমপুর শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।