ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা 

ঢাকা: সহজ ডটকমকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস।

তিনি জানান, ট্রেনের এক টিকিট দু’জনের কাছে বিক্রি করা হয়েছে, এমন অভিযোগ করেছিলেন বিশ্বজিত সাহা নামে একজন। সে অভিযোগটি প্রমাণিত হওয়ায় সহজকে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।