ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক হাজার ২৮৭ কোটি টাকার সার কিনবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এক হাজার ২৮৭ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা: দুবাই ও সৌদি আরব থেকে এক লাখ ৬০ হাজার টন এমওপি (মিউরিয়েট অব পটাশ) ও ইউরিয়া সার কিনবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৮৭ কোটি ৪৫ লাখ ৪১ হাজার ৫১০ টাকা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের জানান, আজকের ক্রয় কমিটিতে টেবিলে উত্থাপিত প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফেকলো জেনারেল ট্রেডিং এলএলসি নামক প্রতিষ্ঠান থাকে এক লাখ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে ৯৩১ কোটি ৪৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের এসআইবিআইসি এগ্রি নিউট্রনেটিশ কোম্পানি থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের এসআইবিআইসি এগ্রি নিউট্রনেটিশ কোম্পানি থেকে সপ্তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।